![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-10%252Faf2b8e4f-d015-49c5-92de-1b5e88713126%252F1.gif%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
চলতি বছর রেকর্ড ৩২৯ জনের মৃত্যু
দেশে চলতি বছর বজ্রপাতে মানুষের মৃত্যু আগের যেকোনো বছরের রেকর্ড ভেঙেছে। সাধারণত দেশে বছরে ১৫০ থেকে ৩০০ জন মানুষ বজ্রপাতে মারা যায়। আর এ বছর চলতি মাস (১১ অক্টোবর) পর্যন্ত ৩২৯ জনের মৃত্যু হয়েছে।
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশে গত ১১ বছরে বজ্রপাতে ২ হাজার ৮০০ জনের মৃত্যু হয়েছে। মন্ত্রণালয়ের পর্যবেক্ষণ—যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের বেশির ভাগই খোলা মাঠ ও হাওরের মধ্যে কৃষিকাজ করছিলেন।
সরকার বন্যা ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের মতো বজ্রপাত আশ্রয়কেন্দ্র করার পরিকল্পনা করেছে। ৪৭৬ কোটি টাকার ওই প্রকল্প মূলত দেশের বজ্রপাতপ্রবণ এলাকাগুলোতে বাস্তবায়ন করা হবে।