![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-10%252F06fc1d36-2f6a-4e3d-8c84-4069d611e2ff%252Fprothomalo_durjog.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় অবহেলার সুযোগ নেই
১৩ অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। বর্তমানে পৃথিবীতে এখন প্রকৃতির দুর্যোগ যেন নিত্যসঙ্গী। এরপরও থেমে নেই পরিবেশদূষণ। থেমে নেই অস্ত্র প্রতিযোগিতা। বাদ নেই মাটি, পানি, বায়ুমণ্ডলের সব স্তরের ফাটল ধরানোও। জলবায়ুর পরিবর্তনের কারণে চরম আবহাওয়া-সংক্রান্ত দুর্যোগের ঘটনার পরিমাণ ও তীব্রতা বাড়ছে। ফলে দুনিয়াজুড়ে এখন প্রাকৃতিক দুর্যোগের ঘনঘটা চলছে।
কোথাও ঝড়, কোথাও বন্যা, কোথাও খরা, কোথাও দাবানল, কোথাও শৈত্যপ্রবাহ—লেগেই আছে। প্রকৃতির দোষ দিয়ে অবশ্য লাভ নেই। কারণ, মানুষেরই অপকর্মের জের টানছে প্রকৃতি। মানুষ প্রকৃতিবিরোধী কাজ করে। প্রকৃতিও ফুঁসতে থাকে সম্পদ ও ভারসাম্য হারানোর ক্ষোভে। ফুঁসতে ফুঁসতে একসময় রুদ্ররোষে থাবা মেরে বসে। লন্ডভন্ড করে দেয় জনপদ।