স্বামীর সব সম্পত্তির ভাগ পাবেন হিন্দু বিধবারা: হাইকোর্ট
শুধু বসতভিটাই নয়, হিন্দু বিধবা নারীরা স্বামীর সব সম্পত্তিতে ভাগ পাবেন বলে রায় প্রকাশ করছে হাইকোর্ট। এক্ষেত্রে হিন্দু উইমেন্স রাইটস টু প্রোপার্টি অ্যাক্ট (১৯৩৭ সালের) বাংলাদেশে প্রযোজ্য হবে।
বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরীর একক হাইকোর্ট বেঞ্চ গত সেপ্টেম্বর মাসে এই রায় প্রকাশ করে বলে মঙ্গলবার বিষয়টি জানিয়েছেন মামলার অন্যতম আইনজীবী নাফিউল ইসলাম।