সারা দেশে চোরাই বাইকের বড় নেটওয়ার্ক
আবুল কালাম আজাদের গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জে। অল্প বয়সেই চুরিতে হাত পাকান। প্রায় ২০ বছর আগে ঢাকায় এসে শুরু করেন রিকশা চুরি। আট বছর আগে জড়ান মোটরসাইকেল (বাইক) চোর চক্রে। এখন তিনি বড় একটি মোটরসাইকেল চোর চক্রের দলনেতা। দলে সদস্য সংখ্যা ৩০ থেকে ৩৫। সারা দেশেই রয়েছে তাঁর চোরাই মোটরসাইকেলের বড় নেটওয়ার্ক।
চলতি বছরের জুলাই মাসে আবুল কালাম আজাদকে তাঁর সাত সহযোগীসহ গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। উদ্ধার করা হয় ১৭টি চোরাই মোটরসাইকেল। জিজ্ঞাসাবাদে তিনি এর আগে অন্তত ১০ বার গ্রেপ্তার হওয়ার তথ্য দিয়েছেন। জামিনে বেরিয়ে আবারও শুরু করেন মোটরসাইকেল চুরি। ঢাকা ও আশপাশের এলাকা থেকে চুরির পর মোটরসাইকেল পাঠিয়ে দেন প্রত্যন্ত অঞ্চলে।