এক ট্রেনের ১৭৬ বগি!
ভারতের ‘ত্রিশূল’ ট্রেন-এর বগি গুনতে গুনতে হাঁপিয়ে উঠতে হবে আপনাকে। কারণ, এই প্রথম ভারতীয় রেল একটি ট্রেনে ১৭৬টি বগি সংযোজন করে। সংশ্লিষ্টরা বলছেন, এটি তিনটি ট্রেনের সমান দীর্ঘ হবে।
বিশাল এই পণ্যবাহী ট্রেনটি তৈরি করা হয়েছে ভারতের দক্ষিণ-মধ্য রেলের বিজয়ওয়াড়ায়। তিনটি ট্রেনের বগি জোড়া হয়েছে বলে নাম দেওয়া হয় ‘ত্রিশূল’।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ট্রেনের বগি
- পণ্যবাহী ট্রেন