![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F10%2F11%2Fphoto-1424581511.jpg%3Fitok%3DasA_o7bK)
রাজধানীর বংশালে রাসায়নিকের দোকানে আগুন
রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলার ২ নম্বর সড়কের বংশাল মাঠের পাশে একটি রাসায়নিকের দোকানে অগ্নিকাণ্ড ঘটেছে। আজ সোমবার সকাল সোয়া ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে এনটিভি অনলাইনকে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, তিনটি ইউনিট অগ্নিনির্বাপণের চেষ্টা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ এবং হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মী রাসেল শিকদার জানান, আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নির্বাপণ করা যায়নি। রাসায়নিকের কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে।