আমাদেরও সংস্কার করতে দেয় না, কর্তৃপক্ষও করে না
দেশীয় পর্যটন শিল্পের সম্ভাবনাময় একটি জেলা বাগেরহাট। দেশের ৩টি বিশ্ব ঐতিহ্যের দুটিই বাগেরহাটে। একদিকে সুন্দরবনের অপার সৌন্দর্য অপরদিকে ঐতিহাসিক ষাট গম্বুজ মজসিদ। পর্যটন শিল্পে এ জেলার অপার সম্ভবনা থাকলেও দীর্ঘদিনেও নিশ্চিত করা যায়নি প্রয়োজনীয় সুযোগ-সুবিধা। এ ছাড়াও মানসম্মত খাবার হোটেল-আবাসন ব্যবস্থারও রয়েছে সংকট। দর্শনার্থীদের সুবিধার্থে নেই ট্যুরিস্ট গাইড। সুন্দরবনের যাতায়াত ব্যবস্থাও নাজুক। সবকিছু মিলিয়ে নানা সংকটে দিন দিন সীমাবদ্ধ হয়ে পড়ছে সম্ভাবনাময় এ জেলার পর্যটন শিল্প। তবে সংশ্লিষ্টরা বলছেন সুন্দরবন ও ষাটগম্বুজ মসজিদসহ জেলাকে পর্যটনবান্ধব করে গড়ে তুলতে নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ।
- ট্যাগ:
- বাংলাদেশ
- পর্যটন
- পর্যটন শিল্প
- বেহাল দশা
- সংস্কার