বিএনপির রাজনীতি বর্ণচোরা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ইউপি নির্বাচনেও বিএনপি পরিচয় লুকিয়ে অংশ নিচ্ছে। আজ রোববার সকালে নিজ বাসভবনে ব্রিফিংকালে এ মন্তব্য করেন ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা প্রকাশ্যে যা বলেন, তা করেন না আর যা গোপনে করেন, তা প্রকাশ্যে বলেন না—এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, তাই তো জনগণ বিএনপির দ্বিচারিতা বুঝতে পেরে মুখ ফিরিয়ে নিয়েছেন।