ভোগান্তি সত্ত্বেও চাহিদা বাড়ছে টিসিবির পণ্যে

বার্তা২৪ ট্রেন্ডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কার্যালয়, তেজগাঁও প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২১, ২১:১৭

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য কিনতে ক্রেতাদের আগ্রহ দিন দিন বেড়েই চলছে। রাজধানীর বিভিন্ন স্থানে টিসিবির ট্রাকে পণ্য কিনতে ভোগান্তি জেনেও স্পটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছে মানুষ। এমনকি ভোগান্তি শেষে পণ্য না পেয়েও পরের দিন ঠিক আগের মতই পণ্য কিনতে আসছেন তারা। হঠাৎ চলতি পথে টিসিবির পণ্য বিক্রি করা ট্রাক দেখেই যাত্রা বিরতি করে সিরিয়ালে দাঁড়াচ্ছেন পণ্য কেনার জন্য অনেকে।


সরেজমিনে শনিবার (৯ অক্টোবর) রাজধানীর নির্ধারিত বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, টিসিবির ট্রাকে পণ্য কিনতে নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই ক্রেতারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন । হঠাৎ বৃষ্টিতে শরীর ভিজে গেলেও জায়গা হারানোর ভয়ে লাইন থেকে সরছেন না তারা। অথচ পণ্য নিয়ে দুপুর গড়িয়ে সেই ট্রাক আসে সন্ধ্যার একটু আগে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও