সরফরাজ কেন বিশ্বকাপ দলে, প্রশ্ন ইনজামামের
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে পাকিস্তানের নির্বাচকদের কড়া সমালোচনা করেছেন ইনজামাম-উল-হক। দেশটির সাবেক এই অধিনায়ক প্রশ্ন তুলেছেন সরফরাজ আহমেদকে দলে ফেরানো নিয়ে। ইনজামাম মনে করছেন, খেলানোর জন্য নয়, শুধু শুধু দলের সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে অভিজ্ঞ এই কিপার-ব্যাটসম্যানকে।
আসছে বিশ্বকাপের জন্য পাকিস্তানের প্রথম ধাপের ঘোষিত দলে ছিলেন না সরফরাজ। গত শুক্রবার দলে তিনটি পরিবর্তন আনে দেশটির ক্রিকেট বোর্ড। সেখানে ফেরানো হয় সাবেক অধিনায়ক সরফরাজকে। তার সঙ্গে ডাক পান তরুণ হায়দার আলি ও ফখর জামান। মূলত আরেক কিপার-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানের ব্যাকআপ হিসেবে দলে জায়গা পেয়েছেন ৩৪ বছর বয়সী সরফরাজ। যেখানে প্রথম দফায় সুযোগ পেয়েছিলেন সাবেক ক্রিকেটার মইন খানের ছেলে আজম খান।