নেত্রকোনায় ৫১৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন

এনটিভি নেত্রকোনা সদর প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২১, ২০:০৫

এ বছর বৃষ্টিভেজা শরতের আকাশ। শিউলি ফুলের গন্ধে দেবীদুর্গা কৈলাস থেকে ঘোড়ায় করে সুখ সমৃদ্ধি নিয়ে আসছেন মর্তলোকে এবং দেবী যাবেন পালকিতে। ১১ অক্টোবর ষষ্ঠী পূজা শুরু হয়ে চলবে ১৫ অক্টোবর দশমী পর্যন্ত। পুরোদমে চলছে উৎসবের প্রস্ততি। প্রতিমা, লাইট ও প্যান্ডেল তৈরিতে ব্যস্থ সময় পার করছেন নেত্রকোনার প্রতিমাশিল্পীরা।


পূজায় স্বাস্থ্যবিধি রক্ষায় সজাগ থাকা হবে বলে জানিয়েছে পূজা উদযাপন কমিটির সদস্যরা। পূজায় অংশগ্রহণকারীদের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় বদ্ধ পরিকর পুলিশ ও প্রশাসন। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। আর দুদিন পর হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবার জেলার ১০টি উপজেলায় ৫১৬টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও