'ক্রুজ পার্টি মাদক মামলা'য় গ্রেপ্তার হয়েছে ছেলে আরিয়ান খান। তারই জের ধরে এবার শাহরুখকে দিয়ে করানো তাদের সব বিজ্ঞাপন আপাতত সরিয়ে নিল ছোটদের শিক্ষা, প্রযুক্তিসংক্রান্ত অ্যাপ Byju। জানা যায়, বিজ্ঞাপনের জন্য আগাম বুকিং সত্ত্বেও সংস্থার পক্ষ থেকে সব বিজ্ঞাপন তুলে নেওয়া হয়েছে। সর্বভারতীয় সংবাদ-মাধ্যমের প্রতিবেদন অনুসারে, টুইটার-সহ বিভিন্ন সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে লাগাতার আক্রমণের মুখে Byju এমন সিদ্ধান্ত নিল।