আমরা ‘নোবেল’ পেশাতেই আছি

বাংলা ট্রিবিউন তুষার আবদুল্লাহ প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২১, ১৬:৫২

একজন শুভাকাঙ্ক্ষী ফোন দিয়ে প্রশ্ন রাখলেন– নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দু’জন সাংবাদিক, এ নিয়ে আপনারা যে গর্ব প্রকাশ করছেন, অভিনন্দন জানাচ্ছেন, এই গর্ব ও অভিনন্দন জানানোর যোগ্যতা কি আপনাদের আছে? আমি পাল্টা প্রশ্ন রাখি–  নেই বলে মনে করছেন কেন?


তিনি বললেন- আপনারা এখন সাংবাদিকতা করছেন না। পেশাগতভাবে আপনাদের জনসংযোগ কর্মকর্তা বলা যেতে পারে। সরকারি, বেসরকারি দুই ভুবনেই আপনারা জনসংযোগে দক্ষতা দেখাচ্ছেন। সরকার, সরকারের দফতরের এতটাই ‘কাওয়ালী গান’ গাইছেন যে, সরকার বিব্রত বোধ করে। দফতরগুলোও হতবাক হয়ে যায়। আনুগত্য প্রত্যাশিত, কিন্তু জলোচ্ছ্বাস সয়ে যাওয়া মুশকিল। আপনারা তোষামদের সকল বাঁধ খুলে দিয়ে বসে আছেন।


বেসরকারি প্রতিষ্ঠান ও বিশেষ বিশেষ ব্যক্তির নেক নজর পেতেও আপনারা দিল খোলা তোষামদের ‘জিকির আজকার’ করে যাচ্ছেন। নগদ ‘তবারকে’ও শুকরিয়া নেই। আরও  আরও ‘ফায়দা’ চাই আপনাদের। যে গণমাধ্যম প্রতিষ্ঠানে কাজ করছেন, সেখানে পুঁজি যার বা যাদের তাদের ‘সম্রাট’ বা ‘পিরতুল্য’ করে খাদেমের ভূমিকায়, নিজেদের দেখার পরেও কি মনে হয় আপনারা সাংবাদিকতা করছেন?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও