![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x505x1%2Fuploads%2Fmedia%2F2021%2F10%2F09%2Ff170e3edba3f94b6766c6706d0ce2dc0-61615e750333f.jpg%3Fjadewits_media_id%3D752599)
ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো স্কুলছাত্রের
যশোরের অভয়নগরে রেলক্রসিং পার হওয়ায় সময় ট্রেনের ধাক্কায় ইমাজ রহমান জিসান (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শনিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে অভয়নগর উপজেলার তালতলা এলাকায় আকিজ জুট মিল সংলগ্ন রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
জিসান উপজেলার পায়রা ইউনিয়নের সমশপুর গ্রামের স্কুলশিক্ষক আতিয়ার রহমান মোল্যার ছেলে। সে পায়রাহাট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।