রাঙ্গামাটিতে বেড়েছে ভাইরাসজনিত রোগ, আক্রান্তদের বেশিরভাগই শিশু
পার্বত্য জেলা রাঙ্গামাটিতে হঠাৎই বেড়েছে ভাইরাসজনিত রোগের প্রকোপ। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শিশু। হাসপাতালের সিটের তুলনায় প্রায় দ্বিগুণ রোগীকে চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের।
হাসপাতাল সূত্রে জানা যায়, রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে গত এক সপ্তাহ ধরে রোগীর চাপ বেড়েছে। জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। জেনারেল ওয়ার্ডে অতিরিক্ত রোগীর কারণে দেখা দিয়েছে শয্যা সংকট। তাই হাসপাতালের মেঝেতেই দেওয়া হচ্ছে চিকিৎসা। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।