![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo%252Fimport%252Fmedia%252F2020%252F02%252F14%252F113eda989745225485d338fc050c1911-5e46bd2055036.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D60%26w%3D640)
গাবতলীতে তুরাগ নদে যাত্রীবাহী ট্রলারডুবি
রাজধানীর গাবতলীর তুরাগ নদে যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় আটজন নিখোঁজ বলে জানিয়েছে নৌ পুলিশ। ফায়ার সার্ভিস বলছে, প্রাথমিকভাবে তারা জেনেছে সাতজন নিখোঁজ। আজ শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে গাবতলীর কয়লারঘাট ল্যান্ডিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।