![](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2019November/chil-20211009100258.jpg)
সন্তানকে ভুলেও যা বলবেন না!
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২১, ১০:০২
প্রত্যেক মা-বাবাই চায় সন্তান ভালো মানুষ হিসেবে গড়ে উঠুক। এজন্য কখনও ভালোবেসে আবার কখনও বকা ও শাস্তি দিয়ে শাসন করেন অভিভাবক। তবে না জেনে বা বুঝে অনেক সময় মা-বাবা সন্তানকে এমন কিছু কথা বলেন, যা তাদের মনের ওপর গভীর প্রভাব ফেলে। এতে তাদের মানসিক বিকাশ বাঁধাগ্রস্ত হয়। নিজের মনোভাব প্রকাশ করার একটি ওয়েবসাইটে এমনই কিছু অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন কয়েকজন নারী-পুরুষ।
- ট্যাগ:
- লাইফ
- সন্তান
- অভিভাবকত্ব