ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের প্রথম বর্ষ বিএফএ (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আজ শনিবার। দেশের আটটি বিভাগীয় শহরের বিভিন্ন কেন্দ্রে বেলা ১১টা থেকে এ ভর্তি পরীক্ষা শুরু হবে, চলবে সাড়ে ১২টা পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ইউনিটের মত ‘চ’ ইউনিটেও ১২০ নম্বরের ভর্তি পরীক্ষা নেওয়া হবে। মূল পরীক্ষায় (বহুনির্বাচনী ও লিখিত) ১০০ এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলের ওপর ১০ করে মোট ২০ নম্বর থাকবে।