![](https://media.priyo.com/img/500x/https://www.ittefaq.com.bd/image-contents/600x315x1x1/news-photos/2021/10/09/image-281905-1633751872.jpg)
বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে ইংল্যান্ডের ম্যাচের আগে মাঠে আগুন
শনিবার বিশ্বকাপ যোগ্যতা নির্ণায়ক পর্বের ম্যাচে অ্যান্ডোরার বিরুদ্ধে মাঠে নামার কথা ইংল্যান্ডের। অ্যান্ডোরার জাতীয় স্টেডিয়ামে শুক্রবার সকালে অনুশীলন সারেন ব্রিটিশ ফুটবলাররা। ইংল্যান্ডের ম্যাচের আগেই মাঠে আগুন লেগে যায়। ফুটবলারদের যদিও কিছু হয়নি, কিন্তু মাঠের বেশ কিছুটা জায়গা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।