জলবায়ু পরিবর্তন এবং আসন্ন 'কপ ২৬'
জলবায়ু দুর্দশার দিন আমাদের দ্বারপ্রান্তে, এতে কোনো সন্দেহ নেই। যারা এ নিয়ে সন্দেহে ভোগেন; ভাবেন, এই ঝড়-তুফান-সাইক্লোন বৃহত্তর কোনো ক্রান্তির ইঙ্গিত বহন করে না; বরং এটা এক স্বল্প স্থায়ী আকস্মিক ঘটনা; যা এসেছে আবার চলে যাবে; তাদের সংখ্যাও পৃথিবীতে নেহাত কম নয়। কিন্তু সাম্প্রতিক সময়ের ক্রমাগত ও বিশ্বব্যাপী দুর্যোগ জলবায়ু-সন্দেহবাদীদের পায়ের নিচের মাটি সরিয়ে নিয়েছে।
মহাদেশব্যাপী ছড়িয়ে পড়া দাবানল শুধু মাইলের পর মাইল বনাঞ্চল পুড়িয়েই নিঃশেষ করেনি; পুড়িয়েছে সংশয়বাদীদের সন্দেহকেও। তার সঙ্গে যোগ দিয়েছে তার চেয়েও বড় সংকটের মহাদুর্যোগ করোনা মহামারি। বর্তমান সময় যে বিভীষিকাময়- এতে আর কারও সন্দেহ নেই।
- ট্যাগ:
- মতামত
- জলবায়ু পরিবর্তন
- ক্ষতিকর
- ঘূর্ণিঝড়
- বনাঞ্চল