পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা এবং বিলিয়নিয়র সমাজসেবী বিল গেটসকে আফগানিস্তানের দারিদ্র্যপীড়িত মানুষদের মানবিক সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (৫ অক্টোবর) বিল গেটসের সঙ্গে এক টেলিফোন কথোপকথনে তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের অর্ধেকের বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে। তাই দেশটিতে জরুরিভিত্তিতে অর্থনৈতিক সহায়তা প্রয়োজন।