সম্প্রীতির বন্ধনে দেশকে এগিয়ে নিতে হবে: খাদ্যমন্ত্রী

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২১, ১৫:২৭

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে সম্প্রীতির বন্ধনে এই দেশকে এগিয়ে নিতে হবে। বুধবার (৬ অক্টোবর) ঢাকার স্বামীবাগস্থ শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষচারী আশ্রম ও মন্দির প্রাঙ্গণে অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্দিরের পরিচালনা পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে।


মন্ত্রী বলেন, করোনাকালে দেশের মানুষের খাদ্য সংকট হয়নি। কেউ বাজারে গিয়ে চাল কিনতে পারেনি এমন ঘটনা ঘটেনি উল্লেখ করে মন্ত্রী বলেন, বিরোধীদল অপপ্রচার চালিয়েছিল করোনায় খাদ্য ঘাটতি দেখা দেবে, লাখ লাখ মানুষ মারা যাবে। শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে সফলভাবে করোনা মোকাবিলা করা হয়েছে, কেউ খাদ্যাভাবে মারা যায়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও