পাকিস্তানের কোচ না হওয়ার কারণ জানালেন ওয়াসিম আকরাম
পাকিস্তান ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি ওয়াসিম আকরাম। ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী এই পেসার সময় পেলেই নিজ দেশের পেসারদের বোলিং বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন। তবে আইপিএলসহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে কোচিং করালেও আকরাম পাকিস্তান জাতীয় দলের কোচ হতে চান না। এক সাক্ষাৎকারে সেটার কারণও জানিয়েছেন তিনি।
ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে আকরাম বলেন, ‘কোচ হলে দলকে বছরে অন্তত ২০০ থেকে ২৫০ দিন সময় দিতে হবে। আমি মনে করি না এত বেশি সময় দিতে পারব। আমার পরিবারও তো আছে। তাছাড়া পিএসএলে আমি অধিকাংশ পাকিস্তানি খেলোয়াড়ের সঙ্গে আমি সময় কাটিয়েছি। তাদের কাছে আমার ফোন নাম্বার আছে এবং তারা সবসময় আমাদের কাছে পরামর্শ নেয়।’