রিয়েলমি আনল নতুন ৫জি স্মার্টফোন
                        
                            ঢাকা টাইমস
                        
                        
                        
                         প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২১, ১৪:২২
                        
                    
                বাণিজ্যিকভাবে পৃথিবীর অনেক দেশেই এখনো ৫জি চালু হয়নি। কিন্তু স্মার্টফোন নির্মাতারা থেমে নেই। তারা একের পর এক বাজারে আনছে ৫ জি কানেকটিভি সমৃদ্ধ স্মার্টফোন। সম্প্রতি রিয়েলমি বাজারে আনল নতুন ৫জি স্মার্টফোন। মডেল রিয়েলমি নারজো ৩০ ৫জি।
এই ফোনে রয়েছে দাম ও স্পেসিফিকেশনসের দুর্দান্ত সমন্বয়। ডিভাইসটিতে মোট ৭টি ৫জি ব্যান্ড।
- ট্যাগ:
 - প্রযুক্তি
 - স্মার্টফোন
 - রিয়েলমি
 - ৫জি হ্যান্ডসেট