সাঙ্গুর অভয়াশ্রম থেকে দেদারছে ধরা হচ্ছে মাছ

বাংলা ট্রিবিউন সাঙ্গু নদী প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২১, ১২:৩৫

বান্দরবা‌নের সাঙ্গু নদী‌তে এক হেক্টর এলাকায় স‌রকার ঘো‌ষিত মৎস্য অভয়াশ্রমটি অব‌হেলা ও অয‌ত্নে প‌ড়ে আ‌ছে। মা‌ছের প্রজনন, বিলুপ্ত প্রায় মা‌ছের উৎপাদন বৃ‌দ্ধি ও মা‌ছের অবাধ বিচর‌ণের জন্য দুর্গম থান‌চির রেমাক্রী ইউ‌নিয়‌নের তিন্দু‌তে এ অভয়াশ্রমটি গড়ে তোলা হয়। তবে মৎস্য অফিস না থাকা ও দেখভালের জনবল না থাকায় সেখান থেকে দেদারছে ধরা হচ্ছে মাছ। এতে বিলুপ্তপ্রায় বিভিন্ন প্রজাতির মাছ হুমকির মুখে রয়েছে। এদিকে বান্দরবান সদ‌রের ভরাখা‌লি‌তে এক হেক্টর এলাকায় এক‌টি অভয়াশ্রমের প্রস্তাবনা দেওয়া হয়েছে। তবে প্রশাস‌নিক অনুম‌তি না পাওয়ায় মৎস্য সংরক্ষ‌ণে সেখা‌নেও ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও