জাফলং-বিছানাকান্দি-রাতারগুলে ভোগান্তির শেষ নেই
পাহাড়, ঝরনা আর সবুজের প্রাচুর্যে ভরপুর সিলেটের গোয়াইনঘাট। ভারতের সীমান্তবর্তী এ উপজেলায় ছড়িয়ে আছে দৃষ্টিনন্দন সব পর্যটনকেন্দ্র। এর মধ্যে পর্যটকদের প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দু সিলেটের জাফলং জিরো পয়েন্ট, পাথরের নদীখ্যাত বিছনাকান্দি এবং মিঠাপানির একমাত্র জলারবন রাতারগুল। সবুজে মোড়া পাহাড়ের কোলঘেঁষা পাথুরে নদী, বন, চা-বাগান কী নেই এখানে! সিলেটের বৈচিত্র্যে ভরা সৌন্দর্য দেখতে ছুটে আসেন পর্যটক আর ভ্রমণপ্রিয় মানুষ। কিন্তু এখানে পর্যটকদের জন্য বাড়ানো হয়নি সুযোগ-সুবিধা। এসব স্থানে শৌচাগার, কাপড় পাল্টানোর সুবিধা ও বিশ্রামাগার না থাকায় পর্যটকেরা বিপাকে পড়ছেন।