![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F10%2F05%2Frab-mashiur.jpg%3Fitok%3DK5cV83Mh)
র্যাব পেল নতুন গোয়েন্দা প্রধান
পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) গোয়েন্দা শাখার পরিচালকের নতুন দায়িত্ব গ্রহণ করেছেন লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েল। তিনি লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন।
মশিউর রহমান জুয়েল আগে র্যাব-৭-এর অধিনায়ক ছিলেন। তাঁর জায়গায় নতুন দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ। এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন এম এ ইউসুফ। এম এ ইউসুফ বলেন, ‘র্যাবের গোয়েন্দা প্রধানের দায়িত্ব পেয়েছেন মশিউর রহমান জুয়েল। তবে, আমি এখানে (র্যাব-৭) আরও ১৪ দিন আগে যোগদান করেছি।’
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ২ সপ্তাহ আগে
বিডি নিউজ ২৪
| ঢাকা মেট্রোপলিটন
১১ মাস, ৩ সপ্তাহ আগে
১ বছর, ১ মাস আগে