‘হার মানবে না আফগান মেয়েরা’
ক্লাসরুমে ফিরতে উদ্বিগ্ন অপেক্ষায় রয়েছে আফগানিস্তানের লাখ লাখ মেয়ে শিশু। মাধ্যমিক স্কুলগুলো বন্ধ থাকায় তালেবান শাসনে নারী শিক্ষার ভবিষ্যত নিয়েও প্রশ্ন উঠছে। আফগানিস্তানের নতুন শাসকেরা গত মাসে সাত থেকে ১২ বছর বয়সী ছেলে শিশুদের স্কুলে ফেরার অনুমতি দেয়। তবে তারা বলছে, একটু বড় মেয়েদের স্কুলে ফেরার আগে ‘নিরাপদ শিক্ষার পরিবেশ’ তৈরি প্রয়োজন।
গত ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর তালেবান মুখপাত্র এবং তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপমন্ত্রী জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, মেয়ে শিশুদের ক্লাসরুমে ফেরানোর পদ্ধতি ঠিক করার কাজ চলছে। তবে তাদের ক্ষমতায় আসার দেড় মাসে নারীদের বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নারী বিষয়ক মন্ত্রণালয় বন্ধ করা হয়েছে আর নারী বিক্ষোভকারীদের নিপীড়নের ঘটনাও ঘটেছে।