বক্তব্য দিতে আসেননি অভিযুক্ত শিক্ষক ফারহানা
সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার ঘটনায় এক সপ্তাহেও তদন্তকাজ শেষ হয়নি। একই সঙ্গে এই ঘটনায় অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিন অভিযোগের বিষয়ে বক্তব্য দিতে আসেননি।
ওই ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটির প্রধান বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান লায়লা ফেরদৌস হিমেল আজ মঙ্গলবার দুপুরে প্রথম আলোকে বলেন, এখনো তদন্তের কাজ শেষ হয়নি। অভিযুক্ত শিক্ষক এখন পর্যন্ত তাঁর বক্তব্য দিতে আসেননি। তিনি আরও বলেন, ‘আমরা মুঠোফোনে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত খুদে বার্তা ও ই-মেইলের মাধ্যমে পত্র প্রেরণ করি। এর জবাবে তিনি (ফারহানা ইয়াসমিন) মানসিকভাবে চরম বিপর্যস্ত হয়ে পড়ার কথা উল্লেখ করে দুই সপ্তাহের সময় চেয়েছেন। মানবাধিকার কমিশনসহ সরকারি বিভিন্ন আইনি প্রতিষ্ঠানের চাপ থাকায় ৭ অক্টোবরের মধ্যে শিক্ষক ফারহানা ইসলামকে তাঁর বক্তব্য উপস্থাপন করতে বলা হয়েছে।’