![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcampus%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fiu-library-pic-2-20211005174447.jpg)
১৮ মাস পর খুললো ইবির কেন্দ্রীয় গ্রন্থাগার
দীর্ঘ ১৮ মাস পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় গ্রন্থাগার শিক্ষক-শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে খুলে দেয়া হয় গ্রন্থাগার। এখন থেকে অফিস চলাকালীন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গ্রন্থাগার খোলা থাকবে। তিবে বিশ্ববিদ্যালয় বন্ধের দিন গ্রন্থাগারও বন্ধ থাকবে।