![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-10%252Fc8a63dcd-c59d-43a5-be89-49aeee0d7daf%252Fabdur_rahman.jpeg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D300%26dpr%3D1.0)
এবি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক গ্রেপ্তার
প্রতারণার মামলায় এবি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানীর গুলশান থেকে আবদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
ওসি আবুল হাসান বলেন, আবদুর রহমানের বিরুদ্ধে মামলা আছে। এই মামলায় তিনি পরোয়ানাভুক্ত আসামি। এ জন্য তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।