ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষাতেও মিলছে না শিশু হাসপাতালের বেড
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল। শনিবার (২ অক্টোবর) দুপুরের তীব্র গরমে মূল ফটকের পাশেই ভ্যানে ডাবের দোকানে বেশ ভিড়। গেটের কিছুটা ভেতরে শিশুকে কোলে নিয়ে ‘উদ্দেশ্যহীন ঘোরাফেরা’ করছিলেন এক যুবক। চিন্তিত ওই যুবকের সঙ্গে আলাপে জানা গেলে, তিনি থাকেন ঢাকার দক্ষিণখান এলাকায়। তার কোলের শিশুর নাম ইয়াসিন, বয়স ১ মাস ১০ দিন। শিশুর জ্বর আসার পর এলাকার গলির ফার্মেসি থেকে ওষুধ নিয়ে খাইয়েছেন। অবস্থার উন্নতি না হলে নিয়ে যান স্থানীয় এক হাসপাতালে। সেখান থেকেই জানতে পারেন শিশুটি নিউমোনিয়ায় ভুগছে। সেখানকার চিকিৎসকরা ইয়াসিনের উন্নত চিকিৎসার জন্য ঢাকার শিশু হাসপাতালে ভর্তি করার পরামর্শ দিয়েছেন। মো. সোহেল নামের ওই নিরুপায় বাবা চিকিৎসকের কথা মতো রাজধানীর শ্যামলীতে শিশু হাসপাতালে এসেছেন সকাল ১০টায়। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর দুপুরের দিকে জানতে পারেন, সেখানে সিট নেই। সেখানকার কর্তব্যরতরা পাশের সোহরাওয়ার্দী হাসপাতালে আসার পরামর্শ দিয়েছেন। কিন্তু এখানেও সিট পাননি।