রোহিঙ্গা ক্যাম্পে 'ব্লক রেইড'
জনপ্রিয় রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে হত্যার পর কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। সাধারণ অনেক রোহিঙ্গার মধ্যে আতঙ্ক বিরাজ করছে। উদ্ভূত পরিস্থিতিতে ক্যাম্প ঘিরে একগুচ্ছ নতুন পরিকল্পনা গ্রহণ করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর নীতিনির্ধারকরা। লম্বাশিয়ায় যে ক্যাম্পে মুহিবুল্লাহকে খুন করা হয়, সেখানে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য চার গুণ বাড়ানো হয়েছে। টানা 'ব্লক রেইড' ও চিরুনি অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
এ ছাড়া রোহিঙ্গাদের নিরাপত্তার জন্য এপিবিএনের আরও দুটি নতুন ব্যাটালিয়নের প্রস্তাব করা হয়েছে। এর একটি দায়িত্ব পালন করবে ভাসানচরে, অন্যটি কক্সবাজারে। বর্তমানে কক্সবাজারে রোহিঙ্গাদের নিরাপত্তায় এপিবিএনের তিনটি ব্যাটালিয়ন রয়েছে। সংশ্নিষ্ট একাধিক উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।