![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fassetsds.cdnedge.bluemix.net%2Fbangla%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fbig_202%2Fpublic%2Fimages%2F2021%2F10%2F03%2Fctg_wall_2020.jpg%3Fitok%3DsxiuNmSS%26timestamp%3D1633271373)
চট্টগ্রামের সেই নালার পাশের ফুটপাতে দেয়াল নির্মাণ করল কারা?
চট্টগ্রামের আগ্রাবাদে নালায় পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সেহেরিন মাহবুব সাদিয়ার মৃত্যুর পর নালার পাশের ফুটপাতের ওপর দেয়াল নির্মাণ করা হয়েছে। কিন্তু চট্টগ্রাম সিটি করপোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) বলছে এই দেয়াল তারা নির্মাণ করেনি। গত বৃহস্পতিবার গভীর রাতে এই দেয়াল নির্মাণ করা হয় বলে জানান স্থানীয়রা।
আব্দুর রহিম নামে একজন দোকানদার বলেন, 'বৃহস্পতিবার গভীর রাতে ট্রাকে করে ইট, বালি, সিমেন্ট নিয়ে এসে খুব তাড়াহুড়ো করে কিছু শ্রমিক দেয়ালটি নির্মাণ করেন।' তবে পথচারীরা বলছেন, সমস্যার সমাধান না করে ফুটপাতে দেয়াল তুলে দিয়ে আরেকটি সমস্যা তৈরি করা হয়েছে।
আলমগীর নামে একজন বলেন, 'নালায় পড়ে একজন শিক্ষার্থী মারা গেলেন। আর সেখানে ফুটপাতের উপর দেয়াল তুলে দেওয়া হলো। যেই এটা করুক তারা সমস্যার সমাধান না করে সাধারণ নাগরিকদের জীবনের ঝুঁকি আরও বাড়িয়ে দিলেন।