![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://bucket.barta24.com/uploads/category/2021/Sep/25/1632558382405.jpg&path=/uploads/news/2021/Oct/03/1633272972790.jpg&width=600&height=315&top=271)
রংপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল যুবকের
রংপুরের গঙ্গাচড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শংকর (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (০৩ অক্টোবর) সকাল ১০ টার দিকে উপজেলার খলেয়া বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শংকর গঙ্গাচড়া থানা এলাকার খলেয়া ইউনিয়নের উত্তর খলেয়া গ্রামের কৃষ্ণ রায়ের ছেলে।