বন্যায় মানিকগঞ্জে ৩০ হাজার আমন চাষি ক্ষতিগ্রস্ত

ঢাকা পোষ্ট মানিকগঞ্জ প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২১, ১৬:২৯

চলতি বছরের বন্যায় মানিকগঞ্জের সাতটি উপজেলায় ৩৬ হাজার ৬৭৩ হেক্টর জমিতে রোপা ও বোনা আমন ধানের চাষাবাদ করা হয়। বন্যায় শাকসবজির তেমন ক্ষতি না হলেও ব্যাপক ক্ষতি হয়েছে রোপা ও আমন ধানের। যার কারণে জেলার ৩০ হাজার ১২৮ জন আমন চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর।


জমি থেকে বন্যার পানি নামার পরপরই দৃশ্যমান হয় ক্ষয়ক্ষতির পরিমাণ। বন্যার পানিতে তলিয়ে নষ্ট হয়ে যায় আবাদ করা এসব আমন ধান। এতে লোকসানের শঙ্কা করছেন আমন চাষিরা। সরকারিভাবে প্রণোদনা বা সহজশর্তে ঋণ পেলে চাষাবাদ করে ক্ষতির কিছুটা পুষিয়ে নিতে পারবেন বলে জানিয়েছেন চাষিরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও