মির্জাপুরে অজ্ঞাত পরিচয় কিশোরীর মরদেহ উদ্ধার
টাঙ্গাইলের মির্জাপুরে অজ্ঞাত পরিচয় এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার গোড়াই পালপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পাশবিক নির্যাতনের পর ধর্ষণ করে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) গিয়াস উদ্দিন জানান।
পুলিশ জানায়, গোড়াই পালপাড়ার নুর মোহাম্মদে নামে এক ব্যক্তি জমিতে প্লট তৈরি করে রেখেছেন বিক্রির জন্য। সকালে সেই জমিতে স্থানীয়রা একটি মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। উদ্ধারকৃত মরদেহটির কোন পরিচয় জানা যায়নি। তার গায়ে আঘাতের অনেক চিহ্ন রয়েছে। গায়ে গরম পানি ঢেলে দেওয়ার প্রমাণ রয়েছে। কিশোরীকে পাশবিক নির্যাতনের করে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে