ঢাবির ভর্তি পরীক্ষায় বসা হলো না তিথির, ছিঁড়লেন প্রবেশপত্র
নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্রে পৌঁছতে না পারায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারেননি এক শিক্ষার্থী। তার চোখের জলও মন গলাতে পারেনি পরীক্ষাকেন্দ্র সংশ্লিষ্টদের। তাই রাগে-ক্ষোভে প্রবেশপত্র ছিঁড়ে ফেলেন গোপালগঞ্জের বাসিন্দা তিথি রায় নামের এই পরীক্ষার্থী। শনিবার বেলা ১২টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর খোরশেদ আলম জানান, এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বরিশাল বিভাগের কেন্দ্র করা হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে। শুক্রবার থেকে পরীক্ষা শুরু হয়েছে। শনিবার ছিল ‘খ’ ইউনিটের পরীক্ষা। ভর্তি পরীক্ষাবিধি অনুযায়ী প্রত্যেক পরীক্ষার্থীকে পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে বলা হয়। বেলা ১১টায় ভর্তি পরীক্ষা শুরু হয়।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
www.ajkerpatrika.com
| ঢাকা বিশ্ববিদ্যালয়
৯ মাস, ২ সপ্তাহ আগে
৯ মাস, ৪ সপ্তাহ আগে
১০ মাস, ১ সপ্তাহ আগে