নাসির-তামিমার বিয়েতে ভয়ংকর যত জালিয়াতি
ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে ক্রেবিন ক্রু তামিমা সুলতানার বিয়েকে কেন্দ্র করে ভয়ংকর জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে। ডাকবিভাগের জাল রশিদ তৈরি, কাজী ছাড়া তালাকের নোটিশ লেখা এবং ঢাকার বিয়ে টাঙ্গাইলে হয়েছে দেখানোসহ করা হয়েছে আরও অনেক জালিয়াতি।
পিবিআইর তদন্তে এসব বেরিয়ে এসেছে। এগুলোকে গুরুতর অপরাধ হিসেবে দেখছেন আইনজীবীরা।