![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fpir-20211002182108.jpg)
পীরগাছার ৮ ইউনিয়নে নৌকা প্রত্যাশী ৩৩ জন
দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার পর রংপুরের পীরগাছা উপজেলার আট ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা পেতে দৌঁড়ঝাপ শুরু করেছেন প্রার্থীরা। ইতিমধ্যে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে আবেদন করেছেন ৩৩ প্রার্থী।
শুক্রবার (১ অক্টোবর) বিকেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলনের কাছে এসব আবেদনপত্র জমা দেন প্রার্থীরা। এর মধ্যে উপজেলার পারুল ইউনিয়নের তিন, ইাকুমারীতে চার, অন্নদানগরে তিন, ছাওলায় ছয়, তাম্বুলপুরে আট, পীরগাছা সদরে একজন, কৈকুড়ীতে চার এবং কান্দি ইউনিয়নের চারজন রয়েছেন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ২ সপ্তাহ আগে
১০ মাস, ২ সপ্তাহ আগে
১০ মাস, ২ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে