বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে পাঠদান
নওগাঁর আত্রাই উপজেলার গুড়নই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের চারটি কক্ষ ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। প্রায় পাঁচ যুগ আগে তৈরি ঝুঁকিপূর্ণ এই পুরাতন ভবনেই চলছে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম। এছাড়াও গত বছর বন্যায় বিদ্যালয়ের তিনটি গাছ নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় মূল ভবনের সঙ্গে নদী এসে লেগে গেছে। দ্রুত নদীভাঙন রোধের পদক্ষেপ না নিলেও ভবনটি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে গ্রামবাসী।
এলাকাবাসী জানায়, সরকারিভাবে আনুমানিক ১৯৬০ সালের দিকে চার কক্ষবিশিষ্ট একতলা ভবনটি নির্মিত হয়। বর্তমানে ভবনের ছাদের পলেস্তার ও দেয়ালের ইট সিমেন্ট খসে পড়ছে। ভবনটি মেরামত বা সংস্কার করা না হলে যেকোন সময় বড় রকম দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।