![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Ffari-1-20211002154501.jpg)
কুমার নদীতে ভেলাবাইচ দেখতে মানুষের ভিড়
ফরিদপুরে কুমার নদীতে ভেলাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ অক্টোবর) বিকেলে শহরতলির পারচরের দায়বাড়ী ঘাটে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল থেকে শত শত মানুষ নদীর দুই পাশে উপস্থিত হন ভেলাবাইচ দেখতে।
ফরিদপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কুদ্দুসুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হক।