![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-10%252Ff83293dd-3e0f-4706-9024-5bb3dd3e9251%252FMhi.png%3Frect%3D0%252C31%252C800%252C420%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
তদন্তে আরসার বিষয়টিওবিবেচনায় নেবে পুলিশ
রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ খুনের ঘটনায় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসার জড়িত থাকার যে অভিযোগ উঠেছে, তদন্তে তা বিবেচনায় নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। তবে খুনের ঘটনায় করা মামলায় আরসার সংশ্লিষ্টতার বিষয়টি উল্লেখ করা হয়নি। অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের মামলার আসামি করা হয়েছে বলে পুলিশের একাধিক সূত্র জানিয়েছে। এদিকে খুনে জড়িত সন্দেহে সেলিম উল্লাহ (৩০) নামের এক রোহিঙ্গাকে গতকাল শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ২ সপ্তাহ আগে
১ বছর আগে