বন্ধ স্কুল ফিডিং কার্যক্রম, ৩ মাস বেতন বন্ধ সহস্রাধিক কর্মচারীর
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২১, ০৮:১৬
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিস্কুট বিতরণ কার্যক্রম বন্ধ থাকায় তিন মাস ধরে বেতন বন্ধ স্কুল ফিডিং প্রকল্পের সহস্রাধিক কর্মচারীর। তারা মানবেতর জীবনযাপন করছেন। প্রকল্প কর্মকর্তাদের সঙ্গে বারবার যোগাযোগ করেও বেতন পাচ্ছেন না তারা।
অর্থকষ্টের যন্ত্রণা সইতে না পেরে কেউ কেউ চাকরি ছেড়ে দিনমজুরের কাজ নিয়েছেন। এ কারণে বর্ধিত ছয় মাস এ প্রকল্পের কাজ চালিয়ে নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।