যে ৫ টি রোগ বাংলাদেশে প্রবীণদের মৃত্যুর প্রধান কারণ
বিবিসি বাংলা (ইংল্যান্ড)
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২১, ১১:৩৯
পয়লা অক্টোবর সারা পৃথিবীতে বিশ্ব প্রবীণ দিবস হিসেবে পালন হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, রোগ-জরা নয়, একটি সুস্থ বার্ধক্য প্রতিটি মানুষের অধিকার।
'সুস্থ বার্ধক্য' বলতে সংস্থাটি প্রবীণ বয়সে সুস্থ ও সক্রিয় থাকার সক্ষমতাকে বোঝায়।
এদিকে, ২০২১ সাল থেকে ২০৩০ সাল পর্যন্ত দশককে জাতিসংঘ 'হেলদি এজিং' বা সুস্থ বার্ধক্য দশক বলে ঘোষণা করেছে।