![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fnational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fairport-20210930172804.jpg)
আমিরাতে নিয়মিত ফ্লাইট চালু হতে পারে শুক্রবার
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতে নিয়মিত ফ্লাইটে সরাসরি যাত্রী পরিবহনে সম্মতি মিললেও এখনও তা শুরু হয়নি। গতকাল (বুধবার) কয়েকটি এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে কিছু যাত্রী গেলেও নিয়মিত ফ্লাইট শুরু হয়নি।
তবে আগামীকাল শুক্রবার (১ অক্টোবর) থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ একাধিক এয়ারলাইন্সের সরাসরি নিয়মিত ফ্লাইট চালু হতে পারে।