![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2021March/phone-2109300603.jpg)
গাঁজা সেবীদের শনাক্ত করবে স্মার্টফোন!
গাঁজা সেবীদের শনাক্ত করতে নানা প্রযুক্তি আবিষ্কার হয়েছে। যদিও এসব প্রযুক্তির মাধ্যমে সেবনকারীকে শনাক্ত করা সময় সাপেক্ষ। তবে এবার গাঁজা সেবীদের সহজে শনাক্ত করবে স্মার্টফোন সেন্সর!
সম্প্রতি যুক্তরাষ্ট্রের রুটগার্স বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক চাঞ্চল্যকর বিষয়টি আবিষ্কার করেছেন। গবেষকদের দাবি, স্মার্টফোন সেন্সর ব্যবহার করে ৯০ শতাংশ সঠিকভাবে গাঁজায় আসক্ত ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব।