![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-09%252F386abec0-5a5e-4c18-af46-e936513de9e6%252Fb605988e_ebf3_4d22_8a68_3f958faa2857.png%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
টেক্সাসের আদালতে বাংলাদেশির ৪৬ মাসের কারাদণ্ড
মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে মানব পাচারের অপরাধে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নাগরিক মিলন হোসেনের ৪৬ মাস কারাদণ্ড দিয়েছেন টেক্সাস অঙ্গরাজ্যের আদালত। আন্তর্জাতিক মানব পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অপরাধে তাঁকে এ শাস্তি দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার মার্কিন বিচার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে মানব পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ওই নাগরিকের কারাদণ্ডের বিষয়টি প্রকাশ করা হয়েছে।