এলপিজির মূল্য নির্ধারণ নিয়ে আইনি জটিলতায় বিইআরসি
এলপিজির দাম নির্ধারণ নিয়ে আইনি জটিলতায় পড়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সরকারি প্রতিষ্ঠানের বিপণন করা এলপিজির মূল্য নির্ধারণকে বিইআরসি আদেশের বাইরে রাখার বিষয়ে জ্বালানি বিভাগের নির্দেশনাকে ঘিরে দেখা দিয়েছে এ জটিলতা।
বিইআরসি বলছে, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। সংশ্লিষ্টরা বলছেন, এখানে দুই ধরনের জটিলতা তৈরি হয়েছে। বিইআরসি ছাড়া অন্য কারও এলপিজির দাম নির্ধারণের এখতিয়ার নেই। অন্যদিকে উচ্চ আদালত যে আদেশ দিয়েছেন তাতে সরকারি-বেসরকারি এলপিজিকে আলাদা করা হয়নি। ফলে শুধু বেসরকারি প্রতিষ্ঠানের এলপিজির মূল্য নির্ধারণ করা হলে তা প্রশ্নের জন্ম দেবে।