মানিকগঞ্জে প্রাইভেটকারচাপায় নারীর মৃত্যু
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর এলাকায় প্রাইভেটকারচাপায় নাজমা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন।
বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। এসময় নার্গিস বেগম নামের আরেক কর্মী গুরুতর আহত হয়েছেন। নিহত নাজমা বেগম মানিকগঞ্জ পৌরসভার ২নং ওয়োর্ডের মৃত সাইদুর রহমানের স্ত্রী। ব্রিটিশ টোব্যাকোতে পরিচ্ছন্ন কর্মীর কাজ করতেন।